*** প্রথমে https://napeeservice.info/ এই লিঙ্কে প্রবেশ করে 2024-25 Admission এ ক্লিক করুন তার পর নিচের ছবিটির মত একটি উইন্ডো দেখতে পারবেন
1. সকল তথ্য সঠিক ভাবে পূরণ করুন
2. উপজেলা শিক্ষা অফিস কর্তৃক প্রদত্ত ডেপুটেশন আদেশের তথ্যে যে পিটিআই দেওয়া ছিল, সেই পিটিআই লিস্ট থেকে সিলেক্ট করুন অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে ।
3. লাল স্টার টেক্সট ফিল্ড গুলো অবশ্যই পূরণ করতে হবে । আপনি যে সঠিকভাবে সব পূরণ করেছেন তার জন্য নেক্সট (Next)বাটনের পূর্বে টিক চিহ্ন এ টিক দিয়ে কনফার্ম করতে হবে এবং সর্ব শেষ নেক্সট (Next)বাটনে ক্লিক করে পরবর্তী কাজ করতে হবে । নেক্সট বাটনে ক্লিক করার পর নিচের ছবির মত আর একটি উইন্ডো আসবে ।
1. এই সেকশনে আপনাকে একটি ফরমাল ছবি আপলোড করতে হবে যার width 300px এবং height 300px হতে হবে নাহলে এই সেকশন থেকে আপনাকে নেক্সট সেকশনে যেতে দেয়া হবে না, সেই জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন ।
2. আপনার পূরণকৃত ফর্মে যদি কোন সংশোধনের কিছু থাকে তাহলে এডিট ইনফর্মেশনে (Edit Information) ক্লিক করে সংশোধন করুন।
3. এই ধাপে ইমেজে photograph Resizer এ ক্লিক করে ইমেজ রিসাইজ করুন (যদি আপনার ছবিটি width 300px এবং height 300px এ না থাকে) তাহলে http://www.picresize.com/ এ গিয়ে এই ধাপ গুলো অনুসরণ করুন ।
4. আপনার রিসাইজ করা ছবিটি Choose File এ ক্লিক করে আপলোড করুন ।
5. তারপর এই সেকশনে টিক দিন ।
6. সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদন সম্পন্ন করুন । সাবমিট বাটনে ক্লিক করার পর নিচের ছবির মত আর একটি ফর্ম আসবে যা ডাউনলোড করে নিতে হবে।
*** পিটিআই থেকে আবেদন যাচাই করার পর সকল তথ্য সঠিক থাকলে প্রশিক্ষণার্থী আবেদন সম্পন্ন বলে গণ্য হবে।